রমজান উপলক্ষে ছোলার দাম বৃদ্ধি পাচ্ছে

রমজান উপলক্ষে ছোলার দাম বৃদ্ধি পাচ্ছে
রমজান শুরু হতে দেড় মাস বাকি থাকলেও ব্যবসায়ীরা ইতোমধ্যে ছোলা আমদানি শুরু করেছেন, তবে দাম কমছে না। বর্তমানে পাইকারি বাজারে ছোলার কেজি ১০০ টাকার ওপরে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশিই। ব্যবসায়ীদের মতে, যথেষ্ট পরিমাণে ছোলা আমদানি হলেও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো দাম কমাচ্ছে না, ফলে দাম আগের তুলনায় বাড়তে থাকছে। চট্টগ্রাম বন্দরের আমদানির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭১ হাজার ৩৮০ টন ছোলা আমদানি হয়েছে, যা রমজান চলাকালীন চাহিদার তুলনায় প্রায় তিন-চতুর্থাংশ। ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ছোলা আমদানি হয়েছে। তবুও পাইকারি বাজারে ছোলার দাম কমেনি এবং খুচরা বাজারে প্রতি কেজি ১৩০-১৩৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর এই সময় দাম ছিল ৭০-৭৫ টাকা কেজি। খাতুনগঞ্জের আড়তদাররা জানান, ছোলা বাজারে সরবরাহ বাড়লেও দাম কমছে না, কারণ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করছে। ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, প্রতিবছর রমজান আসার আগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন, পরে প্রশাসনের চাপের পর দাম কমানো হয়, তবে এতে ভোক্তাদের অতিরিক্ত অর্থ গুনতে হয়। তাঁর মতে, এখনই বাজার তদারকি শুরু করলে ব্যবসায়ীরা এ সুযোগ নিতে পারবেন না।